২৪ ঘণ্টাও বাকি নেই বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হওয়ার। এরইমধ্যে বড় দুঃসংবাদ পেলো স্বাগতিক জিম্বাবুয়ে। করোনা আক্রান্তের সংস্পর্শে যাওয়ায় বাদ পড়েছেন অধিনায়ক শন উইলিয়ামস ও ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। দু’জন বাদ পড়লেও নতুন করে কাউকে জৈব সুরক্ষা বলয়ে থাকা স্কোয়াডে যোগ করা হয়নি। মঙ্গলবার করোনা টেস্ট শুরু হয় জিম্বাবুয়ের খেলোয়াড়দের। একদিন আগেই অবশ্য উইলিয়ামস ও আরভিনের না থাকার বিষয়টি জানা যায়। জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিটন গণমাধ্যমকে জানান, করোনায় আক্রান্ত স্বজনের কাছে যাওয়ায় আইসোলেশনে যেতে হয়েছে তাদের। ডার্লিংটন বলেন, ‘শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন।কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনেই এখন সেলফ আইসোলেশনে আছেন।’ নিয়মিত অধিনায়ক উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন টেইলর। দারুণ ছন্দে থাকা উইলিয়ামস ব্যাটিংয়েও ভরসার নাম। বাঁহাতি ব্যাটসম্যান আরভিনও রয়েছেন ছন্দে। গুরুত্বপূর্ণ দুজন না থাকলেও তরুণরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন ব্র্যান্ডন টেইলর। জিম্বাবুয়ের স্কোয়াডে থাকা বাকি খেলোয়াড়রা হলেন, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, রয় কাইয়া, তাকুয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, লুক জংওয়ে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড টিরিপানো।