২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৯

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার এক বিশেষ বার্তায় এই শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। 

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে, ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। আর সিএনএন বলছে, ট্রাম্প পেয়েছেন ২৭৬টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। 

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। 

মার্কিন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুভেচ্ছাবার্তায় বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার (ট্রাম্প) বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি আমেরিকার জনগণকে নাড়া দেওয়ারই প্রতিফলন। আমি নিশ্চিত যে, আপনার তত্ত্বাবধানে আমেরিকা উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

Facebook
Twitter
LinkedIn