২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪০
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪০

ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে যেদিন থেকে

রেলওয়ের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২ জুন থেকে শুরুর প্রস্তাব দেয়া হয়েছে।

আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে বৃহস্পতিবার (২৪ মে) রেলভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিলো।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাভাবিক ও বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, অগ্রিম আসন বিক্রি, টিকিট কালোবাজারি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

ঈদকে ঘিরে বরাবরের মতো এবারও ট্রেনের আসন অগ্রিম বিক্রি করবে রেলওয়ে। অভ্যন্তরীণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ যাত্রার ১০ দিন আগে ২ জুন থেকে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি শুরু করার প্রস্তাব করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২ জুন থেকে ট্রেনের আসন অগ্রিম বিক্রি শুরু হতে পারে।

ধারণক্ষমতা অনুযায়ী এবারের ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে মোট ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে। ঈদের ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি এবং ট্রেনের আসন অগ্রিম বিক্রি নিয়ে আগামী সোমবার (২৭ মে) সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী।

এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলমান সমস্ত আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সমস্ত আন্তঃনগর ট্রেন দুপুর ২টা থেকে বিক্রি করা যাবে।

এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

ঈদের আগে ২ জুন আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হতে পারে; ৩ জুন বিক্রি হতে পারে ১৩ জুনের আসন; ১৪ জুনের আসন বিক্রি হতে পারে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হতে পারে ৫ জুন আসন; ১৬ জুনের আসন ৬ জুন বিক্রি হতে পারে।

এছাড়া যাত্রী সাধারণের নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যেতে পারে।

Facebook
Twitter
LinkedIn