১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫১
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫১

ট্রেনের ধাক্কায় ভটভটির ৩ যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলিনগর এলাকার হাজীর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। এসময় হাজীর মোড়ে পৌঁছালে ট্রেনটির সাথে একটি মাছভর্তি ভটভটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Facebook
Twitter
LinkedIn