২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩০

ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন শেষে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকেট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টা ৫৯ মিনিটে ট্রেনে করে পদ্মা সেতু যাত্রা করেন তিনি। একই সময় পদ্মা সেতুর সড়ক ভাগ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ও আকাশ পথে হেলিকপ্টার মোতায়েন ছিল। বেলা একটা ১৬ মিনিটে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী।

ট্রেনে ভ্রমণ কালে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) দেওয়া এক সাক্ষাৎকারে পদ্মা সেতু নির্মাণ যজ্ঞে যারা শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। যারা পদ্মা সেতু নির্মাণে বাধা দিয়েছিল, তাদেরকে আমরা বলতে চাই- হ্যাঁ, আমরা পারি।’

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দিয়ে সকাল পৌনে ১১টার দিকে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ চলে গেছে ১৭২ কিলোমিটার। এর শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে এক সূধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

Facebook
Twitter
LinkedIn