২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০০
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০০

ঠাকুরগাঁও সীমান্তে নদী থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে মাজেদা (৩৫ ) ও রুবিনা (৩২)  নামে  দুই নারীর মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার সকালে সীমান্তের ৩৭০ এর ৫ নম্বর সাব পিলার এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার হয়।   

মাজেদার বাড়ি কাঁঠালডাঙ্গী এবং রুবিনার বাড়ি আটঘারিয়া গ্রামে।  

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস কাটার জন্য নদীর ওপারে যাচ্ছিলেন। এসময় দুজন পানিতে ডুবে যান। মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি মরদেহ উদ্ধার করে হরিপুর থানায় হস্তান্তর করে। 

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে বলে জানান ওসি

Facebook
Twitter
LinkedIn