আমেরিকান ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ডলারে ৫০ পয়সা করে কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) থেকে ডলারের নতুন দর কার্যকর করা হবে। বুধবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
দীর্ঘদিন ধরেই দেশের মধ্যে আমেরিকান ডলারের সংকট চলছে। এ সংকট মোকাবিলায় নেয়া কোনো পদক্ষেপই কাজে আসছে না। এতে ডলারের বিনিময় হার বেশ চড়া। সরকার কয়েক দফায় দাম বেঁধে দিলেও তা মানছেন না কেউ। কোন কোন ব্যাংক ১২১ থেকে ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনছে। ডলারের দর নিয়ন্ত্রণেই নতুন এ উদ্যোগ নেন নীতিনির্ধারকরা।