২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৫১
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৫১

ডিএসইতে মূলধন কমে ৩৬ হাজার কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৩ মে)। শেয়ার বিক্রি বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৮২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিনে কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। কমেছে লেনদেনের পরিমাণও।

অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান পতনে ফিরে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৫৮ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপে এদিন কমেছে ৩১৯টি কোম্পানির শেয়ার দর। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে ৩৬ হাজার ৩০৬ কোটি টাকা। লেনদেন কমে চলে এসেছে পাঁচশ কোটি টাকার ঘরে। 

ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫০৮ কোটি টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫৯১ কোটি ৬২ লাখ টাকা। আলোচিতদিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৯ হাজার ৩৭৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৩৬ হাজার ৩০৬ কোটি ৬ টাকা।  

সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১২ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৫ দশমিক শুন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৯ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৭ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪২টির ও কমেছে ৩১৯টি বা ৮২ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৮টির। 

Facebook
Twitter
LinkedIn