ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তাদের তিনি মৌখিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আবেদন করেননি।
লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সূত্র কালবেলাকে জানিয়েছে, সাকিবের হঠাৎ এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। তার না খেলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে এটি ডিপিএলে রূপগঞ্জের পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে।