Search
৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৭ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১২:৫২

ডিসেম্বরেই ভারতে ১০০ মিলিয়ন করোনা ভ্যাকসিন আসবে

অবশেষে সুসংবাদ। ভারতে ডিসেম্বরেই আসছে দুর্দম করোনা ভাইরাস এর ভ্যাকসিন।  অ্যাস্ট্রাজেনেকা ক্যান্ডিডেট। এই ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগী সিরাম ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা শুক্রবার জানিয়েছেন, এই ভ্যাকসিন ফাইজার ও বায়ো এনটেকের ভ্যাকসিন ক্যান্ডিডেটের থেকে সহজলভ্য এবং সহজে গ্রহণ করার সুবিধা থাকবে। পুনাওয়ালা আরও জানান,  তারা সফলভাবে এই ভ্যাকসিনের পরীক্ষা সম্পন্ন করেছেন। তবে, গোটা বিশ্বে এই ভ্যাকসিন ছড়িয়ে দিতে ২০২৪ সাল হয়ে যাবে বলে সিরাম কর্তা জানান। উল্লেখযোগ্য,  ভারত সরকার কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগের জন্যে পাঁচশো বিলিয়ন টাকা বরাদ্দ করেছে। একশো তিরিশ কোটি  জনসংখ্যার ভারতে এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর হবে বলে পুনাওয়ালা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn