২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:০০

ডিস্টাল মায়োপ্যাথি নামক এক বিরল রোগে আক্রান্ত পাপিয়াকে সহযোগীতা করার আহবান

ডিস্টাল মায়োপ্যাথি নামক এক বিরল রোগে আক্রান্ত। জাপানে চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ বা আরো বেশি টাকার মতো প্রয়োজন হতে পারে। তাহার হাসবেন্ড মারা গেছে এবং পরিবারের সামর্থ্য নাই যে তাহার চিকিৎসা করাবে। বন্ধু আমার ভার্সিটির বন্ধুরাও চিকিৎসার জন্য ফান্ডরেইজ করার চেষ্টা করতেছে। এতগুলো টাকার ফান্ডরেইজ করা তাদের একার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিরূপায় হয়েই এসএসসি বিভিন্ন গ্রপগুলোতে নক দিয়ে রিকোয়েস্ট করছে, যাতে যে কোনো পরিমাণ ফান্ডরেইজ করে দিবার জন্য চেষ্টা করা হয়। পাশাপাশি পার্সোনালিও বিভিন্ন বন্ধুকে নক দিচেছ। সমাজে বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগীতা কামনা করছে

সাঈদা ভূঞা পাপিয়া

মেট্রোহাউজিং, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা

সহযোগিতার জন্য টাকা পাঠানোর মাধ্যমগুলোঃ

বিকাশ : 01670106337

নগদ : 01928283310

Bank : Janata Bank Limited Branch : Mohammadpur Corporate/Dhaka Mohammadpur

A/C Name : Saida Bhuiyan Papia A/C Number : 0000002350806 Routing Number : 135263341

The City Bank Ltd. Branch : Dhanmondi A/C Name : Saida Bhuiyan Papia A/C Number : 2703253673001 Routing Number : 225261187

Facebook
Twitter
LinkedIn