দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। এর মধ্যে ১৮ জন ঢাকার বাইরের।
এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মারা যাওয়া দুইজন কক্সবাজারের বাসিন্দা। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে তিনজন মারা গেলেন। আক্রান্ত রোগীদের মধ্যে ২২২ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৯৮ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে