Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:০১

ডেলিভারিম্যান নাহিদ হত্যা : ২ জন শনাক্ত

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ হোসেন (২০) হত্যার ঘটনায় জড়িত দু’জনকে শনাক্ত করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে পুলিশ দু’জনকে শনাক্ত করেছে।

তিনি আরো বলেন, ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে অন্য হামলাকারীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেন নিউমার্কেটে সংঘর্ষের সময় গুরুতরভাবে আহত হয়ে গত ১৯ এপ্রিল মারা যান।

ওইদিন নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে নাহিদ ও মোরসালিন (২৬) নামে দুই যুবক নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় ২১ এপ্রিল ১৩০০ জনেরও বেশি বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সূত্র : ইউএনবি

Facebook
Twitter
LinkedIn