১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৫
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৫

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস-এর ব্যাংক হিসাবের তথ্য আবারও তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে গত বৃহস্পতিবার প্রতিটি ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে। আগামীকাল মঙ্গলবারের (২৫ জানুয়ারি) মধ্যে বিএফআইইউ’কে ড. ইউনূস-এর ব্যাংক লেনদেনের যেকোনো ধরনের রেকর্ড পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রয়োজনে এই তথ্য চাওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে ২০১৬ সালেও নোবেল জয়ী ড. ইউনূস ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক। একই সময়ে সব ধরনের লেনদেনের ব্যাপারে জানতে চেয়েছিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Facebook
Twitter
LinkedIn