Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৬

ঢাকার আকাশে আবার ঘন ঘন হেলিকপ্টার

বার ঢাকার আকাশে ঘন ঘন র‌্যাবের হেলিকপ্টারের আনাগোনা চোখে পড়ছে। পরিস্থিতি শান্ত হয়ে আসার পর সোমবার আকাশে হেলিকপ্টারের চলাচল ছিল লক্ষ্য করার মতো।

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা-নাশকতার সময় রাজধানীর আকাশে ঘন ঘন হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে কমে এসেছিল এই টহল।  

আবার কেন হেলিকপ্টারের টহল বাড়ানো হয়েছে— এর কারণ জানতে চাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে র‌্যাবের হেলিকপটার রাজধানীতে উড়ছে। তা ছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে।

গত ২৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‌্যাব দাবি করে, হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করতে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করার জন্য র‌্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

এ ছাড়া আকাশ পথে র‌্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সব কার্যক্রমের ভিডিওচিত্র র‌্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, র‌্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn