থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যত ব্যবসা-বাণিজ্য জোরদারের লক্ষ্যে ঢাকার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করতে আগ্রহী ব্যাংকক। রবিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সফররত থাই স্থায়ী সচিব চারুয়েনসুয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আব্দুল মোমেনের সাথে এক বৈঠককালে একথা বলেন।
থাই সচিব যত দ্রুত সম্ভব পারস্পারিক সুবিধা বিবেচনায় দু’দেশের মধ্যে জয়েন্ট কমিশন মিটিং অনুষ্ঠানের ওপরও জোর দেন।
বৈঠককালে, তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। উভয় দেশেই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের এই ৫০ বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে।
ড. মোমেন বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে থাইল্যান্ডের কাছ থেকে আরো সহায়তা ও অভিজ্ঞতা কামনা করেন- এই খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।