জাতীয় সংসদ নির্বাচনে এবার ঢাকা মহানগরীর ৭৮ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচন ঘিরে এসব কেন্দ্রে যে কোনো সহিংসতা ঠেকাতে, ভোটের আগে-পরে টানা পাঁচ দিন বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তায় মোতায়েন থাকবে ১৯ হাজার পুলিশ এবং ২৫ হাজার আনসার সদস্য। ঢাকা মহানগরীর ১৫টি আসনের ভোটকেন্দ্রে নির্বিঘ্ন যাতায়াতে কোনো বাধা তৈরি হবে না, বলছে ডিএমপি।