করোনায় শনাক্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি আরো কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেজ্ঞরা। তারা মনে করেন, গত তিন সপ্তাহ ধরে রোগী শনাক্ত যেভাবে বাড়ছে, তাতে করে সামনে মৃত্যু আরো বাড়বে।
এর কারণ হিসেবে তারা বলেন, করোনার সুপ্তিকাল (ইনকিউবিশন পিরিয়ড) ১৪ দিনের মধ্যে লক্ষণ উপসর্গ প্রকাশ পায়। আর লক্ষণ উপসর্গ প্রকাশ পাওয়া থেকে শুরু করে ১৫ দিনের পর থেকে রোগীদের অবস্থা জটিল হয়ে শেষে মৃত্যু হয়। যদিও মৃত্যু আরো আগে হতে পারে।
উল্লেখ্য, টানা ছয়দিন মৃত্যুর সংখ্যা শতাধিক। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩২ জন। এর আগের দিন গত বৃহস্পতিবার মারা গেছেন ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এ নিয়ে টানা তিন দিন ধরেই আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।