তিন দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সফরেই চূড়ান্ত হতে পারে বাংলাদেশে মেসির দেশ আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়টি।
সান্তিয়াগো ক্যাফিয়েরোর এ সফরে কৃষিখাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির শুরুর দিকে তার সফরের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারে বিশ্বকাপ ফুটবল চলাকালে আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা নজর কাড়ে লাতিন আমেরিকার দেশটির। শিরোপা জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির জবাবে চিঠি পাঠান আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তাতে চলতি বছর বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়ে আশাবাদ জানান তিনি।
এর আগে, ঢাকায় দেশটির দূতাবাস থাকলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়।