Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৯

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরে বিএনপির পদযাত্রা

ঢাকা দুই মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বুধবার বেলা ৩টায় উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজনে এ কর্মসূচি পালন করবে দলটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডঃ মোশাররফ হোসেন। এ মহানগরের পথযাত্রা উত্তর বাড্ডা শাহজাদপুর সুবাস্ত টাওয়ার সামনে থেকে শুরু করে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে এসে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এ মহানগরের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই পদযাত্রা বাসাবো বালুর মাঠ থেকে শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হবে।

Facebook
Twitter
LinkedIn