২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৭
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৭

ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

রাজধানীর নিউমার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার পরপরই কাছাকাছি এ উৎসের পানি ব্যবহার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আজ (শনিবার) সকাল থেকেই কলেজের পুকুরের থেকে ১০টির বেশি পাম্প বসানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন বলেন, আমাদের কাছে সাহায্য চাওয়ার পর আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। মূল ফটক এবং পার্শ্ববর্তী গেট খুলে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি নিচ্ছে। আরও যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করব।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৪০ মিনিটে ঘটনাস্তলে পৌঁছায়। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও তিন বাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

Facebook
Twitter
LinkedIn