২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:২১

ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ

প্রচণ্ড গরমে রেললাইন বেঁকে গেছে। এতে করে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে।  ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরের রেললাইন বেঁকে গেছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রেললাইনটি বেঁকে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। বিষয়টি চোখে পড়ার পর আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। লাইন ঠিক হলে আবারও যোগাযোগ শুরু হবে।

গত ২৭ এপ্রিল দুপুর ১টার দিকে গরমের কারণে একই স্থানের রেল লাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ৩০ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। নতুন করে আবারও লাইন বেঁকে যাওয়ায় চলাচল বন্ধ রাখা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn