২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪২

ঢাকা ছাড়লেন জয়শঙ্কর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা ছেড়েছেন। একদিনের সফর শেষে সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে ভুটানের উদ্দেশে রওনা হন তিনি।

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়াও বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।

এরআগে, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা কে নয়া দিল্লি সফরের আমন্ত্রণ জানান।

পরে বৈঠকে দু’দেশের যোগাযোগ ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার পাশাপাশি সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিস্তার পানি বণ্টন বিষয়সহ যোগাযোগ, জল বিদ্যুৎ নিয়ে আলোচনাা হয়। এস জয়শঙ্করের এটি তৃতীয় ঢাকা সফর

Facebook
Twitter
LinkedIn