Search
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই রমজান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৮

ঢাকা দক্ষিণে ৪ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানাধীন ২৭, ২৮, ৩০ ও ৩১নং ওয়ার্ডে কর্মী সম্মেলন সম্পন্ন করেছে বিএনপি।এই চারটি ওয়ার্ডে তিনটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চকবাজার থানাধীন ২৭, ২৮, ৩০ ও ৩১নং ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।  

২৭নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন সেলিম আহমেদ সালেম, সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাজ উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান। 

২৮নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন মো. কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক মো. মনিউর রহমান মনির এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম এ শাহিন সরদার।

৩০নং ওয়ার্ডের সভাপতি হলেন মো. ফরিদ উদ্দীন আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক মো. আবদুল হাদী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম হাসু। 

৩১নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন ইমরান আহমেদ রনি, সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ ফারুক এবং সাংগঠনিক সম্পাদক হলেন সিরাজ উদ-দৌলা মিঠু।

Facebook
Twitter
LinkedIn