ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। টঙ্গীর বড়বাড়ী থেকে স্টেশন রোড এলাকায় ঢাকাগামী ও ময়মনসিংহগামী লেনে আটকে আছে শতশত যানবাহন। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকে খানাখন্দে যানবাহন আটকে পড়ার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিরসনে নিরলস কাজ করে গেলেও পরিস্থিতি বদলাচ্ছে না।
পুলিশ ও যাত্রীরা জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সোমবার থেকেই যানজট লেগেছে। ভারী বৃষ্টিপাতের কারণে টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। সেই খানাখন্দগুলো বর্তমানে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। বিআরটি কর্তৃপক্ষ খানাখন্দ মেরামতে ইট সুরকি দিলেও ভারী যানবাহন চলাচল করায় তা টিকছে না।
বৃহস্পতিবার গাজীপুরের বড়বাড়ি থেকে স্টেশন রোড পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃষ্টিতে তৈরি হওয়া খানাখন্দে কোথাও কোথাও গর্ত তৈরি হয়েছে। পুলিশ ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ইট, বালুসহ নানা উপকরণ দিয়ে সেই খানাখন্দ মেরামত করলেও ভারী যানবাহন চলাচল করায় তা উঠে গিয়ে বড় গর্তের তৈরি হয়েছে। এসব খানাখন্দ ও গর্তের কারণেই যানজট তৈরি হয়েছে।
অপরদিকে টঙ্গীর মিল গেট ও মুন্নু গেট এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ করতে গিয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কোনো কোনো স্থানে মহাসড়কে গর্ত হয়ে পুরোনো রাস্তাও বের হয়ে পড়েছে। রাস্তায় গর্ত সাময়িকভাবে মেরামত করলেও তা উঁচু-নিচু হয়ে আছে। ফলে যানবাহন স্বভাবিকভাবে চলাচল করতে পারছে না।