Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৭

ঢাকেশ্বরী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পুরোহিতের সাথে কথা বলে পূজার খোঁজখবর নেন। শুভেচ্ছা জানানোর মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয়।

আজ রোববার (২২শে অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারপ্রধান।

জানা গেছে, শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সারাদেশে পাঁচ দিন ব্যাপি পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। দেবী দুর্গার আগমনের পর মহাসপ্তমী শেষ হয়েছে। শনিবার (২১শে অক্টোবর) সকালে দুর্গতিনাশিনী মা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্যে দিয়ে মহাসপ্তমী পূজা শুরু হয়। আজ রোববার সকাল থেকেই দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দিনটির ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজাও হয় এদিন। সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে দিনটি পালিত হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn