২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪০

তফসিল ঘোষণা নিয়ে বুধবার বৈঠকে বসছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিকেল ৫টার দিকে এই বৈঠক হবে বলে জানা গেছে। 

ইসি সচিব জাহাংগীর আলম আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, ‘কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে আগামীকাল বুধবার সকাল ১০টায় জানানো হবে।’

রেওয়াজ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। 

৮ নভেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ২৯ জানুয়ারির মধ্যে হতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে গেছে সরঞ্জাম।

ইসি সচিব দাবি করেন, ‘তফসিল ঘোষণার মতো সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই হবে সংসদ নির্বাচন।’ 

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথ দল পাঠাবে। এর মধ্যে কমনওয়েলথ ১৯ তারিখে বাংলাদেশে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে। বিদেশি পর্যবেক্ষকদের ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে রেজিস্ট্রেশন করার। এ ছাড়া দেশীয় পর্যবেক্ষদের কার্যক্রম চলমান রয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।’ 

ভোটের নিরাপদ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানান সচিব।

Facebook
Twitter
LinkedIn