২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২১

তরুণ প্রজন্মের ভোটারদের কাছে টানতে মমতা বন্দোপাধ্যায়ের নতুন উদ্যোগ

নতুন প্রজন্মের ভোটারদের কাছে টানতে এবার নতুন পরিকল্পনা হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।  একদম কমবয়স্ক ভোটারদের মন জয় করতে তিনি পেশাদার রাজনীতিবিদদের ছেড়ে ঝুঁকলেন প্রতিষ্ঠিত তারকাদের দিকে। অল্পদিনের মধ্যেই ভোটারদের দুয়ারে দেখা যাবে তৃণমূলের প্রতিষ্ঠিত তারকাদের। এদের মধ্যে থাকছেন রুপালি পর্দার অভিনেতা-অভিনেত্রী সাংসদ দেব, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, নুসরাত জাহান, ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায়,   ইনভেস্টর ব্যাংকার মহুয়া মৈত্র, কুইজমাস্টার ও বিজ্ঞাপন কর্মী ডেরেক ওব্রায়েন, নাট্যকার মন্ত্রী ব্রাত্য বসু এবং ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এরা বিভিন্ন বিধানসভার নির্বাচিত এলাকায় গিয়ে তরুণ প্রজন্মের মুখোমুখি হবেন। তাদের নানা প্রশ্নের জবাব দেবেন। মমতা সরকারের কার্যকারিতা ও বিজেপির বিপজ্জনক দিক নিয়ে বক্তব্য রাখবেন। শুধু কলকাতা নয়, এরা ছড়িয়ে পড়বেন জেলা শহরগুলিতেও। অভিনব এই প্রচার শুরু হবে নতুন বছরের শুরুতেই।

Facebook
Twitter
LinkedIn