তীব্র গরমে হাসফাস অবস্থা দেশবাসীর। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, প্রায় সারা দেশেই বইছে তাপপ্রবাহ। তবে ঢাকায় অনুভূতিটা একটু বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় ঘাম কিছুটা কম হচ্ছে। জলীয়বাষ্প বেশি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতো।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।।