চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনের শুরু থেকে আধিপত্য ধরে রেখে ব্যাট করছে টাইগাররা। দুই ওপেনার তামিম ইকবাল খান ও মাহমুদুল হাসান জয় দলকে উপহার দেন ১৬২ রানের উদ্বোধনী জুটি। দীর্ঘ ৩৮ মাসের বেশি সময় পর সাদা পোশাকে সেঞ্চুরি দেখা পেলেন তামিমও।
শ্রীলঙ্কার বিপেক্ষে ৯৬ বলে ৫২ রানকরে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাস। অপেক্ষা করতে হয়নি মুসফিককেও, ১২৫ বলে তুলে নেন অর্ধশতক। দুপুরে সেঞ্চুরি করেন তামিম, তার আগে টপকে গিয়েছিলেন মুশফিকের রেকর্ডটাকে। তবে সেই রেকর্ড মাত্র ঘণ্টা দুয়েক ব্যবধানে আবারও টপকে গেলেন মুশফিকুর রহিম । বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইয়ে দিন শেষে ৫ হাজার রানের দৌঁড়ে আবারও তামিম ইকবালকে পেছনে ফেলে এগিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের সংগ্রহরে পথে মুশফিকুর রহিম ৮১ ম্যাচে ৪ হাজার ৯শ ৮৫ রান করেছেন এই ব্যাটসম্যান।
শেষ সেশনে মুশফিক ও লিটন বাংলাদেশকে আগলে রেখে দুজনই পূর্ণ করেছেন অর্ধশতক। মুশফিক ১৩৩ বলে দুই চারে ৫৩ ও লিটন ১১৪ বলে আট চারে ৫৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
শেষ সেশনে মুশফিকুর রহিম অবশ্য মাঠে নামেন লিটন দাসকে নিয়ে। পেশিতে টান লাগায় তামিম ইকবাল ছিলেন ফিজিওর তত্ত্বাবধানে, তাই রিটায়ার্ড হার্ট হয়ে বিশ্রামে থেকে যান এই ওপেনার। তার আগে ২১৭ বলের মোকাবেলায় ১৫টি চার হাঁকিয়ে ১৩৩ রান করেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি ।
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনের ৩ উইকেটে দলের সংগ্রহ ৩১৮ রান লঙ্কানদের থেকে মাত্র ৭৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। মুশফিক রহিম ৫৩ আর লিটন দাস ৫৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে আগামী কাল।