মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের পাঁচ ম্যাচের প্রতিটাতেই হেরেছে তারা। এমতাবস্থায় নেতৃত্ব পরিবর্তনের ডাক আসছে চারদিক থেকে। তামিম ইকবাল খানকে কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির একটি বিশ্বস্ত সূত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে এমন বাজেভাবে বিদায় নেওয়ায় বাকিদের থেকে রিয়াদ কিছুটা বেশি সমালোচনার শিকার হচ্ছেন। ময়মনসিংহের এই ক্রিকেটার নিজেও নেতৃত্বের ঘাটতি স্বীকার করে নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হারের পর রিয়াদ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার জন্য। সবার কাছ থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করেছি। হয়তো আমার নেতৃত্বে কিছুটা ঘাটতি ছিল বলে সেটা সম্ভব হয়নি।’
রিয়াদকে সরিয়ে তামিমকে টি-টোয়েন্টির অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এর ভিত্তিতে তামিমকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওই সূত্র।
বিষয়টি আরও পরিষ্কার হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালকের কথায়, ‘সাদা বলের ক্রিকেটের দায়িত্ব একজনের কাঁধে থাকা সবচেয়ে ভালো। তাহলে সে নিজের মতো করে দুই ফরম্যাটের জন্য দল তৈরি করতে পারবে।’