ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের হার্টে রিং পরানোর পাশাপাশি রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তার অসুস্থতার এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। তামিমের সুস্থতা কামনা করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স— কেকেআর।
সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের সুস্থতা কামনা করে একটি পোস্ট দিয়েছে কেকেআর। পোস্টে তামিমের একটি ছবির সাথে ক্যাপশনে লেখা, দ্রুত সুস্থ হয়ে ওঠো তামিম, পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।