২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫২

তামিমের ফিরে আসায় স্বস্তিতে বিসিবি সভাপতি

অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফিরে আসার প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অবশ্যই আমাদের জন্য স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলব কীভাবে।’

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আকস্মিক অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। কাঁদতে কাঁদতে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে ও পরে সাড়া দেননি বিসিবির ডাকে। এরপর রাতে বৈঠকে বসেন বোর্ডের কর্মকর্তারা। বৈঠক শেষ জানানো হয়, তামিমকে বিসিবির পক্ষ থেকে ফিরে আসার আহবান জানানো হয়েছে।

তবে বিসিবির ডাকে অবশ্য সাড়া দেননি তামিম। এরপর শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডাকেন। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। সেখানে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

পরে পাপন বলেন, ‘আমার সবসময় একটা ধারণা হয়েছিল সংবাদ সম্মেলনটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও আবেগেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল,ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তোবা এর একটা সমাধান পাবো। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে তা ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। ’

Facebook
Twitter
LinkedIn