ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ায় সেখানে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। দেশের ইতিহাসের সেরা ওপেনারের আকস্মিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ মার্চ) সাভারে বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। নিজাম উদ্দিন তাকে জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার অবস্থা জানতে এনজিওগ্রাম করানো হয়েছে।