২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৭
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৭

তামিম-মাহমুদউল্লাহর বিষয়ে যা বললেন পাপন

তামিম ইকবালের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের সম্পর্কটা ভালো যাচ্ছে না দেশের ক্রিকেট পাড়ায় কিছু দিন ধরেই চলছে এমন গুঞ্জন। এ নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, তামিমের সাথে মাহমুদউল্লাহর কোনো সমস্যা নেই।

এদিকে, নিজ থেকে সরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে রাখা হয়নি তামিম ইকবালকে। ২০০৭ সালের পর তাকে ছাড়া আইসিসির কোনো বড় টুর্নামেন্টে এটাই হবে বাংলাদেশের প্রথম কোনো উপস্থিতি।

তামিমের সিদ্ধান্ত পুনর্বিবেচনা জন্য অনুরোধ করা হয়েছিল কি না এমন প্রশ্নে পাপন বলেন, তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা রিভিউ করতে এমন কিছুই বলা হয়নি। এমন কোনো ঘটনাই হয়নি, এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়। কারণ তামিম এই সিদ্ধান্ত আমার সাথে কথা বলে, আলোচনা করে নিয়েছে।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে শেষ ম্যাচে হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে টানা তৃতীয় এবং দেশের মাটিতে ষষ্ঠ সিরিজ জেতে টাইগাররা। বিশ্বকাপের আগে এমন জয় আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ঘোষণা করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড।

বাংলাদেশের বিশ্বকাপ দল: লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার ও শামীম পাটোয়ারী।

Facebook
Twitter
LinkedIn