৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৪
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৪

তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেলো ডিএসইর পর্ষদ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ। আগামী ২ সপ্তাহের মধ্যে এ পদত্যাগপত্র কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্ষদ সভায় তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র উপস্থাপনের পর তা গৃহীত হয়েছে।

গেলো মঙ্গলবার ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া।

চিঠিতে তিনি আগামী অক্টোবরের শেষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন।

উল্লেখ্য, তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত বছরের ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

Facebook
Twitter
LinkedIn