Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:১৮

তালেবান নিয়ন্ত্রিত কাবুলে প্রথম বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটির সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ।  প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় পর কাবুল বিমানবন্দরে সোমবার ফের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করল। 

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

খবরে বলা হয়, মুষ্টিমেয় যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার কাবুলে অবতরণ করেছে। হয়তো ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন।  মনে হয় এ ফ্লাইটে যাত্রীর চেয়ে বিমানের স্টাফ বেশি ছিলেন।

এর আগে পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেছিলেন, আমরা কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।

কাতার এয়ারওয়েজ কাবুল থেকে বেশ কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। একই সঙ্গে একটি আফগান এয়ারলাইন্স গত সপ্তাহে অভ্যন্তরণী ফ্লাইট চালু করেছে।

Facebook
Twitter
LinkedIn