২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৪১

তাসকিনদের নিয়ে ভাবছেন বাউচার

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে আকাশ গুমোট হলেও বৃষ্টি বাগড়া দেয়নি। বাইরে বসে সেই ম্যাচের কিছুটা দেখেছেন মার্ক বাউচার। বাংলাদেশের জয়ের ম্যাচে বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের। হোবার্টে সোমবার দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে নয় রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পরের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে।

নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ প্রোটিয়া শিবির। সিডনিতে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন দলটির প্রধান কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে বাউচার বলেন, ‘আপনি বাকি যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে ব্যাটিংয়ে কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৪ রানে থেমেছিল বাংলাদেশ। জবাবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি ডাচরা। সেটিই নজর কেড়েছে বাউচারের। তার আশা, সিডনিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আর বাধা হবে না বৃষ্টি, ‘আমাদের এখন সব ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সব সময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে যাব। আশা করি, বৃষ্টি দূরেই থাকবে। টি ২০ ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে

জয়ের ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’

সুপার টুয়েলভের গ্রুপ-২-এ ছয় দলেরই একটি করে ম্যাচ শেষ। নেদারল্যান্ডসকে হারিয়ে পাওয়া দুই পয়েন্টের সঙ্গে শ্রেয়তর রান রেটে শীর্ষে আছে বাংলাদেশ।

Facebook
Twitter
LinkedIn