২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২১

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা মেটাতে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির বিশুদ্ধ পানিবিতরণ।

আকরামুজ্জামান সাতক্ষীরা।।
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা মেটাতে
“প্র‍কৃতি ও মানবতার তরে আমরা ” এই শ্লোগানকে বুকেধারণ করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির বিশুদ্ধ পানি বিতরণ।

আজ ৩০ এপ্রিল শুক্র‍বার সকাল ১১ টা হতে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় এলাকায় পথচারী সর্বসাধারণের জন্য বিশুদ্ধ পানি বিতরণ করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির স্বেচ্ছাসেবক বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা বেটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র‍লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নাঈম সরোয়ার, সাতক্ষীরা বেটানিক্যাল সোসাইটির সহ – সভাপতি ফয়জুর রহমান,সংগাঠনিক সম্পাদক ফিরোজ হুসাইন, দক্ষতা ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সজীব সরকার, কার্যনির্বাহী সদস্য মানিক সরকার।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, এপ্রিল এমনিতেই দেশের উষ্ণতম মাস। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতায় হাঁসফাঁস করে জনজীবন। তারমধ্যে এবছর অতিরিক্ত তাপপ্রবাহ চলছে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে চেষ্টা করছি জনসাধারণের কষ্টকিছুটা হলেও লাঘব করতে।

Facebook
Twitter
LinkedIn