২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৪

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। রোববার(২৩শে অক্টোবর) আনুষ্ঠানিকভাবে চীনা কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী পার্টির প্রধান হিসেবে একটানা তৃতীয় বার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে মাও সেতুংয়ের পর চীনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হলেন শি। দায়িত্ব গ্রহণের পর এক ভাষণে বিশ্ব অর্থনীতিতে চীনকে আরও শক্তিশালী অবস্থানে নেয়ার ঘোষণা দেন শি জিনপিং। 

চীনা কমিউনিস্ট পার্টি-সিসিপির সাধারণ সম্পাদক ও প্রধান নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে শি জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৩শে অক্টোবর) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এই ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। একইসাথে মাও সেতুংয়ের পর দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর নেতার তকমাও পেয়েছেন তিনি। 

এসময় শি জিনপিং সাংবাদিকদের বলেন, ’দেশের জনগণের প্রতি আস্থা প্রমাণের জন্য তিনি ও তার দল নিষ্ঠার সাথে কাজ করবে।’ চীনের সাথে বিশ্ব অর্থনীতির লেনদেন কমে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ’চীনকে ছাড়া বিশ্ব অর্থনীতির বিকাশ সম্ভব নয়।’

এবারের কংগ্রেসের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান হয়েছেন চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং। সংবিধান অনুযায়ী এই কমিটির প্রধানই দেশটির প্রেসিডেন্ট হন। 

চীনের স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে দলটির নির্বাচিত শীর্ষ কমিটির নেতৃত্ববৃন্দের পরিচয়ও তুলে ধরা হয়। নতুন কমিটি অনুযায়ী প্রধানমন্ত্রী হয়েছেন পার্টির সাংহাই শাখার প্রাক্তন প্রধান লি কিয়াং। নতুন কমিটিতে আগের সদস্য ঝাও লেজি এবং ওয়াং হুনিং রয়েছেন। আর কাই কুই, ডিং জুয়েশিয়াং এবং লি শিকে নতুন অন্তর্ভূক্ত করা হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে শহর জুড়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

Facebook
Twitter
LinkedIn