২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৫
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৫

তেলের দাম ‘কিছুটা’ না বাড়ালে আমদানি কমে যাবে: কৃষিমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে দাম ‘বাড়ায়’ ভোজ্যতেলের মূল্য দেশে ‘কিছুটা’ না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি করবেন না বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্যতেল আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবেন বলে মনে হয় না।’

তবে সরকার কঠোরভাবে বাজার ‘মনিটর’ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল আনার চেষ্টা করছে (সরকার)। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গত দুই বছরে কভিডের সময় উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেননি, মাঠে নামেননি, শ্রমিক খনিতে নামেননি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।’

গতকাল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য। তিনি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অতিথি ছিলেন। এ সময় চালের দাম নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘মোটা চালের দাম স্থিতিশীল আছে, সরু চালের দাম এখনও কিছুটা বেশি।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি আন্দোলনে ‘হাওয়া’ দিতে পারছে না। তাদের পায়ের নিচে মাটি নেই। ২০১৫ সাল থেকে তারা এক দিনও হরতাল দিতে পারেনি। বাংলাদেশে আর কোনোদিন হরতাল হবে না।’

বিএনপি ‘২০১৪ সালের মতো’ দেশে আবার অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করেন কৃষিমন্ত্রী।

এবার ‘আন্দোলনের নামে’ গাড়িতে আগুন দিলে বিএনপিকে চড়া মূল্য দেয়ার হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তারা (বিএনপি) মনে করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, বোমাবাজি করে, রেললাইন তুলে, গাড়িতে আগুন দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে আবারও ক্ষমতায় আসবে। আমি মনে করি, এ দেশের জনগণ কোনোভাবেই তাদের এ অপচেষ্টা মেনে নেবে না।’

আগামী দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে কাউকে নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণের সমর্থনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। জনগণ তাদের নির্বাচিত করলে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের স্বাগত জানাব।’

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ, সুশীল সমাজ, আন্তর্জাতিক বিশ্বের চাপ এবং বিএনপি যখন বুঝতে পারবে তাদের পায়ের নিচে মাটি নেই, তখন তারা অবশ্যই নির্বাচনে আসবে।’

এদিকে, কৃষি যন্ত্রপাতি নির্মাতা জাপানের প্রতিষ্ঠান ইয়ানমারকে বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরির জন্য কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

Facebook
Twitter
LinkedIn