২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:২৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:২৫

ত্রাণ নিয়ে গাজায় ঢুকল ট্রাক

মিসর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। শনিবার রাফাহ সীমান্ত খুলে দেওয়ার পর এই ট্রাক প্রবেশ করতে দেখা যায়। তবে মোট কয়টি ট্রাক প্রবেশ করবে এবং কতক্ষণ সীমান্ত খোলা থাকবে— এ ব্যাপারে কিছুই জানা যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। তাতে দেখা যায়, ত্রাণবাহী একটি ট্রাক মিসর থেকে গাজা উপত্যকায় প্রবেশ করছে। তাতে কী রয়েছে, তা জানা যায়নি।

ট্রাকে খাবার, পানি ও ওষুধ থাকতে পারে। তবে কোনো জ্বালানি থাকবে না। এই ট্রাক রেড ক্রিসেন্টের বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই ত্রাণকে সমুদ্রের এক ফোটা পানির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। 

গাজা উপত্যকায় ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এবার ২০টি প্রবেশ করবে কিনা– তা নিশ্চিত জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn