Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:০০

ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর পণ্য পরিবহনকারী উড়োজাহাজ সি-১৩০জে তে করে এই সামগ্রী পাঠানো হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ই ফেব্রুয়ারি সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্তের ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান সিরিয়ায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণসহায়তা হিসেবে বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধসহ ১১টন সাসগ্রী পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদের নেতৃত্বে বিমানবাহিনীর ১৭ সদস্যের একটি দল এই ত্রাণসামগ্রী নিয়ে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহায়তা শেষে বিমানটি ১৩ই ফেব্রুয়ারি দেশের উদ্দেশে যাত্রা করবে।

উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সেখানে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। এতে দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হন। পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানিসংকট, বাসস্থানের সংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাব দেখা দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn