ইংরেজি নতুন বছরকে বরণ উপলক্ষে থার্টিফাস্ট নাইটকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইতোমধ্যে ডিএমপির প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট থানাধীন এলাকায় যেন কোনোভাবে থার্টিফাস্ট নাইট উপলক্ষে ফানুস বিক্রি ও উড়ানো না হয়। যদি কেউ ফানুস উড়ায় বা আতশবাজি ফোটায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় ডিএমপি। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন না করারও আহ্বান জানিয়েছে ডিএমপি।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সব বার বন্ধ থাকবে। তবে সীমিত আকারে হোটেলগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করা যাবে।