থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে ও বাড়িরে ছাদে কোনো গানবাজনা ও আতশবাজি ফোটানো যাবে না। এছাড়া যে কোনো ডিজে পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে থার্টি ফার্স্ট নাইটেআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।