২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৩
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাহাড়ে শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাহাড়ে শ্রীলঙ্কা

এশিয়ার প্রথম দল হিসেবে ২০১৯ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা। রংধনুর দেশে এবারো ভাল শুরু লঙ্কানদের। শনিবার শুরু হওয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৩৬০ রান। দাসুন শানাকা ২৫ ও কাসুন রাজিথা ৭ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।

সেঞ্চুরিয়নে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। দিনেশ চান্ডিমাল ও ধনঞ্জয়া ডি সিলভার চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ১৩১ রানের জুটি গড়ার পর আহত হয়ে মাঠ ছাড়েন ধনঞ্জয়া (৭৯ রান)।

অভিজ্ঞ দিনেশ চন্ডিমলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৫ রান। নিরোশান ডিকভেলা করেন ৪৯ রান।

৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা বোলার ওয়াইয়ান মালদার। এছাড়া ১টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা এবং অ্যানরিক নরকিয়া।

Facebook
Twitter
LinkedIn