২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৪

দরপতনের শীর্ষে পূবালী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৩.২৩ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা  দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৮ বারে ১ লাখ ৩ হাজার ৬৯৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।

জিবিবি পাওয়ার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ব্যাংক এশিয়া লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১.৯৮ শতাংশ  কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল, প্যারমাউন্ট টেক্সটাইল, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, বিবিএস কেবলস, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn