২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ২:০১

দর বাড়ার শীর্ষে সোনালী পেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সোনালী পেপার লিমিটেড। আজ শেয়ারটির দর ৪৫ টাকা ৯০ পয়সা বা ৭.৪৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৬১ টাকা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৪০ বারে ৫ লাখ ৪৪ হাজার  ৫০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৬২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিলভা ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ৪.৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ২০ পয়সা বা ৪.৫২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, বীচ হ্যাচারি, অ্যাপেক্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ ও এএমসিএল প্রাণ লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn