২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৩

দর বাড়ার শীর্ষে কাশেম ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৬২ বারে ২৯ লাখ ৮৪ হাজার ১২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৫৫৬  বারে ২ লাখ ৪৯ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। আজ ফান্ডটির শেয়ার সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি থার্ড এনআরবি, এডিএন টেলিকম, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও এএমসিএল প্রাণ লিমেটেড।

Facebook
Twitter
LinkedIn