২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৬

দিনাজপুরে বাস উল্টে ১৫জন আহত

দিনাজপুরের নবাবগঞ্জে পিংকি স্পেশাল নামে যাত্রীবাহী একটি খাদে পড়ে প্রায় ১৫জন যাত্রী আহত হয়েছে। শনিবার (৩১শে ডিসেম্বর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া-দিঘীরত্না নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রীদের অভিযোগ, পিংকি স্পেশাল নামে বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ভোরে দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে খাদে নামিয়ে দেন। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান।

গাড়িতে থাকা নুরজাহান আক্তার পাখি নামে এক যাত্রী বলেন, ‘ভোর রাতে হোটেলে খাওয়া দাওয়া করার পর গাড়ির চালক তার হেলপারকে গাড়ি চালাতে দেয়। তারা সকলেই সম্ভবত নেশা করে গাড়িতে উঠেছিল।’

আরেক যাত্রী তানজিমুর রহমান বলেন, ‘ভোরবেলা এই হেলপার আরও এক জায়গায় গাড়ি রাস্তার পাশে নামিয়ে দিতে ধরেছিল। তবে কষে ব্রেক করায় তখনও গাড়ির ভিতরে বেশ কয়েকজন যাত্রী উল্টে গেছিলো। অল্পের জন্য বেঁচে গেছি।’

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওযাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এই ঘটনায় গুরুতর কোন আহতের খবর তাদের কাছে নেই।

Facebook
Twitter
LinkedIn